ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোম ও মঙ্গলবার তিনজনের মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক নাছির উদ্দীন জানান, মঙ্গলবার একজন এবং সোমবার দুজন রোগী মারা গেছেন।
তারা হলেন- রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেন (৪২), পটুয়াখালীর বাউফল উপজেলার নজিব হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৫) এবং টাঙ্গাইলের মির্জাপুরের উপেন্দ্র চন্দ্র মন্ডল (৬৫)।
উপেন্দ্রকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পর সোমবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। ফারজানা সোমবার হাসপাতালে ভর্তি হন এবং রাত পৌনে ২টার দিকে আইসিইউতে মারা যান। লিটনকে ২৭ জুলাই হাসপাতালে আনা হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।
নাছির উদ্দীন বলেন, ‘১ জুলাই থেকে ৬০০ ডেঙ্গু রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন।’
এদিকে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১,৩৩৫ জনের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সারাদেশে এ রোগ ছড়িয়ে পড়ায় সম্প্রতিক সপ্তাহগুলোতে এতে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।
আজকের বাজার/এমএইচ