তথ্যপ্রযুক্তি-টেলিযোগাযোগ বিভাগের বরাদ্দ ৬ হাজার ৬৪ কোটি টাকা

২০১৮-১৯ অর্থবছরের জন্য তথ্যপ্রযুক্তি বিভাগ ও টেলিযোগাযোগ বিভাগ মিলিয়ে ৬ হাজার ৬৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব করেন তিনি।

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গত বাজেটের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ কমেছে এক হাজার ২৯৩ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য এই বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে দুই হাজার ৬৮১ কোটি টাকা।

২০১৭-১৮ অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল তিন হাজার ৯৭৪ কোটি টাক।

রাসেল/