মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত, বীর উত্তম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু সংবাদে মন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, দেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে বীর উত্তম সি আর দত্তের অসমসাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং একাধিকবার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবেও গৌরবময় ভূমিকা রেখেছেন তিনি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান