তথ্যসচিব কামরুন নাহারের পিতা মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন

তথ্যসচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস আর নেই। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ তাদের শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান