অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সুরাইয়া বেগমকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৮মে) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে এ কথা জানানো হয়।
তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।
সুরাইয়া বেগম কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের খান বাড়ির মেয়ে। । তার বাবা মরহুম এখলাস উদ্দিন খান ও মাতা জহুরা খাতুন।
তিনি স্থানীয় পাবুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ের উপর কৃতিত্বের সাথে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন।
তার স্বামী গোলাম হাফিজ আহমেদ ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের ম্যানেজিংডিরেক্টর।
এসএম/