তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরক সমবেদনা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, নরেন দাস ছিলেন একজন কর্মনিষ্ঠ, সৎ, ও মেধাবী কর্মকর্তা। দেশ ও জনগণের প্রতি তাঁর ভালোবাসা ছিলো আন্তরিক ও গভীর। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে হারালো। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান