তথ্য-প্রযুক্তি খাতের শতভাগ দরবৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শতভাগ শেয়ার দর বেড়েছে। এ খাতে থাকা ৭টি কোম্পানিরই দর বেড়েছে।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আজ লেনদেন শেষে দেখা যায় এ খাতের সব কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে আমরা টেকনোলোজিস লিমিটেড। কোম্পানিটির আজ ২ টাকা ৭০ পয়সা দর বেড়েছে।

দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা। আর তৃতীয় স্থানে থাকা ইনফোরমশেনস সার্ভিসেস নটেওয়ার্ক লিমিটেডের দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

এছাড়া পর্যায়ক্রমে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টমেস লিমিটেড, ইনটেক লিমিটেড, আইটি কনসাল্টেন্টস লিমিটেড ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭