আগামী অর্থ-বছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণালয়ের জন্য ৯৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণারয়ের জন্য এ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।
চলতি অর্থ-বছরের (২০১৮-১৯) এ মন্ত্রণালয়ের বরাদ্দের পরিমাণ ১ হাজার ১৬৬ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা নির্ধারণ করা হয় ৯২৮ কোটি টাকা।