তনিশকা কাপুরকে বিয়ে, বিরক্ত চাহালে!

ভারতে ক্রিকেটের সঙ্গে বলিউড সম্পর্ক নতুন কিছু নয়। পরিচয়, প্রণয়, এরপর বিয়ে। এ রকম মারদাঙ্গা জুটি আছে বেশ কয়েকটি। সেই বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর-পতৌদি থেকে হালের আনুশকা শর্মা-বিরাট কোহলি।

নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, সেই তালিকায় সদ্য নাম উঠে এসেছে যুজবেন্দ্র চাহালের! দক্ষিণী সিনেললনা তনিশকা কাপুরকে বিয়ে করেছেন বলে খবর চাউর হয়েছে। এ নিয়ে এখন জলঘোলা হচ্ছে।

তবে এমন খবরে বেজায় চটেছেন সদ্য ভারতীয় জাতীয় দলে পা রাখা এ ক্রিকেটার। তনিশকাকে নিয়ে আলোচনার খবরে রীতিমতো বিরক্ত তিনি। টুইটারে নিজের প্রতিক্রিয়াও জানালেন, আমি সবাইকে পরিষ্কার জানাতে চাই- আমাদের মধ্যে কিছুই চলছে না। বিয়ে তো দূরে থাক। আমরা কেবল ভালো বন্ধু। আমার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানান।

পরিশেষে অসত্য, বিভ্রান্তিকর, বানোয়াট, ভুয়া সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে দূরে থাকতে গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন চাহাল। এ মায়াবী স্পিনার যতই বিষয়টি এড়িয়ে যান না কেন। তা নিয়ে আপাতত আলোচনা থামছে না। ইতোমধ্যে এ অভিনেত্রীর সঙ্গে কয়েকবার দেখা গেছে তাকে।

এস/