তবে কি হানিমুন হচ্ছে না সোনমের?

ধুমধাম করে বিয়ে তো সেরেই ফেললেন সোনম কপূর ও আনন্দ আহুজার। বিয়েতে বলিউডের শীর্ষ অভিনেতা-সিঙ্গার থেকে শুরু করে সর্বস্থরের মিডিয়া কর্মিদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তুলেছিলো অনেক বেশী আনন্দমুখর। এবার বিয়ের পরে সোনামের হানিমুন নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়। কোথায় হানিমুনে যাবেন সোনম এই প্রশ্নই রয়েছে ভক্তদেরও ? এই মূহুত্বে ভারতীয় গণমাধ্যমগুলো দিলো এক অভিনব তথ্য।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে সোনম কপূর ও আনন্দ আহুজার হানিমুনের কোনও পরিকল্পনা নেই। কারণ, এখন সোনতম কান চলচিত্র উৎসবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। খবর এবেলা।

গত ফ্রান্সে ৮ মে থেকে শুরু হয়েছে কান চলচিত্র উৎসব। ১৯ মে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ১৪ মে দিল্লিতে শ্বশুরবাড়ি থেকে সোজা কানে যোগ দেবেন সোনম। শুধু তাই নয়। কানে রেড কার্পেটে চূড়া হাতে তাঁকে হাঁটতে দেখা যাবে বলে জানা গিয়েছে।

বিয়ের কয়েকদিন আগে পর্যন্ত আসন্ন ছবি ‘ভীরে দি ওয়েডিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আর বিয়ে শেষ হতে না হতেই কনে পাড়ি দিচ্ছেন কান চলচিত্র উৎসবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যাই হোক না কেন, কাজের ব্যাপারে খুব পেশাদার অনিল-কন্যা।

আজকের বাজার/ এমএইচ