তরুণ নির্মাতা এম আর মিলন চিশতী। মেধা ও পরিশ্রম দিয়ে এরইমধ্যে স্থান করে নিয়েছেন দর্শক হৃদয়ে। সর্বশেষ ঈদুল ফিতরে ‘শেষ অবলম্বন’ নামক একটি নাটক দর্শকদের উপহার দিয়েছেন। এরপর একটু বিরতি নিয়ে ফিরছেন ‘তমসার অন্তরালে’ নিয়ে। তানিয়া হকের গল্প অবলম্বনে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিলন চিশতী।
পরিচালক এতে গ্রামের দরিদ্র দিনমজুর কাশেমের দৈন্দিন চিত্র অঙ্কনের চেষ্টা করেছেন। গল্পে দেখা যাবে, মা হারানো দুই কন্যা নিয়ে কাশেমের সংসার। বড় মেয়ে মালা তালাকপ্রাপ্ত ও ছোট মেয়ে কুসুম এলাকার বখাটেকর্তৃক এসিড দগ্ধ। এসিডে শুধু কুসুমের মুখ ঝলসেনি। ঝলসেছে কুসুমের পুরো জীবন। এ ঝলসানো জীবনের নান প্রতিকূলতা দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন তরুণ এ নির্মাতা। এখানে কুসুম চরিত্রে অভিনয় করেছেন তানিয়া হক।
অন্যান্য চরিত্রে রয়েছেন, হায়দার আলী, রেহানা আক্তার আশা, পালচার আরিফ, কাজল প্রমুখ।
নাটকটি সম্পর্কে মিলন চিশতী বলেন, নাটক যেমন মানুষকে বিনোদন দেয় তেমনি শিক্ষাও দেয়। আমি একটি শিক্ষামূলক গল্প খুঁজছিলাম। পেয়েও গেলাম। দৌলতপুর ও গাজীপুরে নাটকটির শ্যুটিং চলছে। আশাকরি দর্শকের এটি ভালো লাগবে।
আজকের বাজার: আরআর / এমএম / ২৭ সেপ্টেম্বর ২০১৭