প্রথমে ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুত্বের মিষ্টি মিষ্টি কথা। এরপরই অন্যায়ভাবে দাবি করা হয় পাঁচ লাখ টাকা। তরুণী টাকা দিতে রাজি না হওয়ায় অশ্লীল ছবি ছড়িয়ে দেয়া হয় ফেসবুকে।
তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক বিবেক মাহাতোকে গ্রেফতার করেছে ভারতের উত্তর চব্বিশ পরগনার গাজিয়াবাদ থানার পুলিশ।
উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় গাজিয়াবাদের বাসিন্দা বিবেক মাহাতোর। দিনকয়েক আলাপের পরেই তরুণীর থেকে পাঁচ লাখ টাকা দাবি করে ওই যুবক।
বেগতিক বুঝে ফেসবুকের অ্যাকাউন্ট ক্লোজ করে দেন তরুণী। এরপর তরুণীর ছবি দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে যুবকের ভাইয়ের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠ ছবি দেওয়া হয়। এরপরই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার। অভিযোগের ভিত্তিতেই পুলিশ গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে যুবককে।
আজকের বাজার/আর আই এস