শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মো. আশরাফ।
বুধবার (৯ মে) রাতে পুলিশের সহযোগিতায় তরুণীর সাথে তার দিয়ে হয়।
প্রতিবন্ধী ওই তরুণী ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা ইউনিয়নের বাসিন্দা। আশরাফ গত ৮ বছর ধরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।
তরুণী বলেন, আমাকে বিয়ে করবে বলে গত মার্চ মাস থেকে আশরাফ উদ্দিন স্যার প্রতি রাতে আমার কাছে আসতেন। পরে গত ১৯ এপ্রিল রাতে স্থানীয়রা আমাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। আমার ইচ্ছে ছিল আশরাফকে বিয়ে করার। তিনি আমাকে বিয়ে করেছেন আমি আশরাফের সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই।
ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ওই তরুণীর সঙ্গে আশরাফ আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। স্থানীয়রা বিষয়টি জানালে আশরাফ ও ওই তরুণীসহ তাদের পরিবারকে থানায় ডাকা হয়। পরে দুই পরিবারের সম্মতিতে গতকাল রাত ১১টার দিকে তাদের বিয়ে সম্পন্ন হয়।
আজকের বাজার/আরআইএস