তরুণ উদ্যোক্তার খোঁজে শুরু হয়েছে উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ফুড ফ্রন্টিয়ার্স’

সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও পুষ্টিকর খাবার সরবরাহ এবং গ্রহণে উৎসাহিতকরণের পাশাপাশি সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে শুরু হয়েছে উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ফুড ফ্রন্টিয়ার্স’।

‘ফুড ফ্রন্টিয়ার্স’ শিরোনামে প্রতিযোগিতাটি আয়োজন করছে স্কেলিং আপ নিউট্রিশন (সান) বিজনেস নেটওয়ার্ক, যা বাংলাদেশে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিওএফপি) সহ পরিচালিত হচ্ছে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকটিতে- https://foodfrontiers.live/ ক্লিক করার জন্য আয়োজক সংস্থাসমূহের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত আবেদন করা যাবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ এবং গ্রহণে উৎসাহিত করতে নতুন ব্যবসায়িক মডেলের উদ্ভাবন, সাশ্রয়ী মূল্য এবং খাদ্যের গুণগত মানে সহজ প্রযুক্তিগত সমাধানে যেসব ধারণা এবং উদ্যোক্তারা কাজ করবেন তাদের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রথম যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা করা হবে। সংক্ষিপ্ত তালিকা থেকে প্রতিযোগীরা নিরাপদ এবং পুষ্টিকর খাবার গ্রহণ ও এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ব্যবসায়িক মডেল অভিজ্ঞ বিচারকদের সামনে তুলে ধরবেন।

প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীরা তাদের ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন, ব্যবসা সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সাড়ে ৩৫ হাজার মার্কিন ডলারের অনুদান ও ‘প্রি-সীড তহবিল’ পাবেন। তিন ক্যাটাগরিতে ৬ জন উদ্যোক্তা এবং ব্যক্তিকে চূড়ান্ত বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান