যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছে, তারা তাইওয়ানের কাছে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ‘১০০ হারপূণ’ বিক্রয়ের অনুমোদন দিয়েছে। এ সব অস্ত্রের মূল্য প্রায় ২.৪ বিলিয়ন ডলার। গত সপ্তাহে এই দ্বীপ দেশটির সাথে ওয়াশিংটনের ১ বিলিয়ন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রয় চুক্তি স্বাক্ষরের পর এমন পদক্ষেপের ফলে বেইজিং নিশ্চিত বিক্ষুব্ধ হবে। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা হারপূণের বিক্রয়- গ্রহীতা দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে এবং এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতির সহায়ক হবে।