ট্রাম্পে মগ্ন তাইওয়ান। কেনই বা হবে না। এরকম একটা অফবিট ট্রাম্প পেতে কে না চাইবেন। আসল গল্পটা হেয়ার ট্যাটু নিয়ে। তাইওয়ানের এক্স পি হেয়ার সেলুনের বাইরে প্রতিদিনই পড়ছে লম্বা লাইন। সবাই চান ট্রাম্পকে। মানে ট্রাম্প হেয়ার ট্যাটু করাতে।
এক্সপি হেয়ার সেলুনের মালিক অ্যালেন চ্যান সেপ্টেম্বরে এক যুবকের মাথায় ট্রাম্পের মুখের আদলে ট্যাটু করে দিয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রামে দেওয়া মাত্র সুপার হিট।
প্রতিদিনই একটা দুটো করে বাড়তে শুরু করে খদ্দের। ট্রিমার আর হেয়ার ডাই দিয়ে নিমেষে ফুটিয়ে তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
সূত্র: আজকাল
আজকের বাজার:এলকে/এলকে ১১ ডিসেম্বর ২০১৭