তাইওয়ানে ধসে পড়া একটি সেতুর নিচ থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দু’জনের সন্ধানে তল্লাশি চলছে। সেতুটির নিচে বেঁধে রাখা মাছ ধরার একটি নৌকার ওপর অবকাঠামো ধসে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার উদ্ধার কর্মীরা একথা জানায়। খবর এএফপি’র।
জাতীয় দমকল সংস্থা জানায়, ধসে পড়া সেতুর নিচে চাপা পড়া একটি নৌকার কাছের পানি থেকে দু’টি লাশ উদ্ধার করা হয়। অপর দু’জনের লাশ উদ্ধার করা হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নৌকা থেকে। মঙ্গলবার নৌকাটি সেতুর ধ্বংসস্তুপের ভিতর থেকে টেনে বের করা হয়।
পরিবহন মন্ত্রী লিন চিয়া-লুং সাংবাদিকদের বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’ তবে এটি নিছক দুর্ঘটনা, না নাশকতামূলক ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।