তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (১৩ আগস্ট) ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও স্থানীয় পত্রিকাগুলো ওয়ার্ডের বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগের কথা বলেছে।
জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়।
তাইপেতে প্রায়ই আগুন লাগার আগুন ঘটে। সমালোচনা রয়েছে যে, সেখানে আগুন প্রতিরোধক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করা হয় না।
২০১২ সালে তাইপেতে এক হাসপাতালে আগুনে ১২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৬০ জন। তথ্য : বিবিসি
আজকের বাজার/এমএইচ