রোববার তাইওয়ান প্রণালীর উদ্দেশে ছেড়ে গেছে দু’টি মার্কিন যুদ্ধ জাহাজ।
দেশটির নৌবাহিনী জানায়, তাইওয়ানকে ঘিরে চীনের নজিরবিহীন মহড়া শুরুর পর এই প্রথম কোন মার্কিন যুদ্ধজাহাজ যাচ্ছে তাইওয়ান প্রণালীতে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়,দু’টি যুদ্ধজাহাজের এই গমন অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসেফিক- এর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রমান।