বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী রয়্যালস। তবে আজ রাজশাহীকে হটিয়ে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই পথ অনেকটা সহজ হবে আজ তাদের, কেননা দানব ক্রিস গেইল যে বন্দরনগরীর শিবিরে যুক্ত হয়েছেন। তবে রাজশাহীও ভয়ে নেই। জানিয়ে দিলেন দলের তারকা স্পিনার তাইজুল ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) তাইজুল বলেন, ‘গেইল এসেই প্রতি ম্যাচে সেঞ্চুরি করবে তা তো না।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) গেইলের দল চট্টগ্রাম ঢাকার শেষ পর্বে মুখোমুখি হবে রাজশাহীর। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭টিতেই জিতেছে আন্দ্রে রাসেলের রাজশাহী। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আছে দুই নম্বরে।
আজ মাঠে নামার কথা ক্যারিবিয়ান দানব গেইলের। গেইলের উপস্থিতি মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রাখবে চট্টগ্রামকে? তাইজুল ইসলাম অবশ্য এটা মানতে নারাজ। রাজশাহীর স্পিনারের যুক্তি, গেইল তো আর সব ম্যাচেই সেঞ্চুরি করতে পারেন না!
মিরপুরের একাডেমি মাঠে গতকাল অনুশীলন করেছে রাজশাহী। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাইজুল বলেন, ‘গেইল এসেই প্রতিটা ম্যাচে সেঞ্চুরি করবে তা কিন্তু সম্ভব নয়, সে শূন্য রানেও আউট হয়েছে। তবে বড় প্লেয়ার বলে তাকে অবশ্যই সম্মান দিতে হবে। সে দাঁড়িয়ে গেলে ম্যাচ এক রকম হবে আর তাড়াতাড়ি আউট হলে অন্যরকম হবে।’
আর রাজশাহীর টেবিলের শীর্ষে উঠে বসার রহস্য? তাইজুল বললেন, ‘টি-টুয়েন্টি আসলে শেপের খেলা। যখন একটা দল ভালো খেলতে থাকে তখন ভালোই খেলে। আল্লাহর রহমতে আমাদের এখন ভালো সময় যাচ্ছে। (গ্রুপ পর্বে) আরও দুটি ম্যাচ বাকি আছে। যদি ভালো করতে পারি তবে শীর্ষে থাকা যাবে। যারা এক বা দুইয়ে থাকে তারা (শিরোপা জেতার) সুযোগটা বেশি পায়।
আজকের বাজার/আরিফ