তাকাফুল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৮ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ, ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে কোম্পানিটির শেয়ার।