করোনা ভাইরাস আতঙ্কে বোর্ড সভা স্থগিত ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ মার্চ, বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে করোনা ভাইরাসে দেশজুড়ে উদ্ভুত পরিস্থিতিতে বোর্ড সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে জানা গেছে। এদিন ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
আজকের বাজার / এ.এ