তাজমহলে ৩ ঘণ্টার বেশি নয়

সারা বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান ভারতের সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি আগ্রার তাজমহল। এবার এই তাজমহলের দর্শকদের জন্য নতুন নিয়ম করেছে দেশটির সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, নতুন নিয়ম অনুযায়ী একজন পর্যটক ৩ ঘণ্টা সময় পাবেন তাজমহল দেখার জন্য।

প্রতিবেদনে বলা হয়, আরকিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ১ এপ্রিল রোববার থেকে এইনিয়ম চালু হয়েছে। তবে এটা পুরোপুরি বাস্তবায়নের জন্য আরো কিছু দিন সময় ও কর্মচারী প্রয়োজন রয়েছে। আর কেউ যদি এর চেয়ে বেশি সময় সেখানে অবস্থান করতে চায় তবে তাকে অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে।

জানা গেছে, সম্প্রতি এক প্রতিবেদনে ওঠে আসে যে, তাজমহলে ‘মানব দূষণ’ তৈরি হচ্ছে। এমন অবস্থায় ভ্রমণকারীদের ওপরে সময় বেঁধে দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ অনুসারে এই পদক্ষেপ নেয় ভারত সরকার।

দেশটির এক পরিসংখ্যানে দেখা গেছে, সপ্তাহে প্রায় ৫০ হাজার মানুষ তাজমহল দেখতে আসেন। যদিও এই হিসাবের মধ্যে শিশুরা অন্তর্ভূক্ত নয়, কারণ ১৫ বছরের নিচে বয়সী শিশুদের জন্য কোনো প্রবেশ টিকিট কিনতে হয় না।

এস/