তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গায় ৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ইসলামিক স্টেটের ২৪ সৈন্য ও তিন রক্ষী রয়েছে।
সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বাসস।
বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী দুশানবের কাছে রোববার সন্ধ্যায় দাঙ্গা শুরু হলে আইএস বন্দিদের হামলায় পাঁচ বন্দি ও তিন রক্ষী নিহত হয়।
আজকের বাজার/এমএইচ