তাজিকিস্তানে প্রবল বর্ষণে তিন দিনের মধ্যে অন্তত ২১ জন মারা গেছে। মধ্য এশীয় দেশটির জরুরি পরিস্থিতি কমিটির এক মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন।
‘এখানে ২১ জন মারা গেছে’ উল্লেখ করে মুখপাত্র বলেছেন, রাজধানী দুশানবে থেকে খুব দূরে নয় মধ্য তাজিকিস্তানের তিনটি শহরে এই মৃত্যু হয়েছে। (বাসস ডেস্ক)