শোকের নদীতে ভাসিয়ে চির নিন্দ্রায় শায়িত হলেন তাজিন আহমেদ।
বুধবার (২৩ মে) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরেই সমাহিত করা হলো তাকে।
আগামী শুক্রবার তাজিন আহমেদ স্বরণে একটি সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন কররা হয়েছে অভিনয় শিল্পী সংঘের পক্ষথেকে। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানিয়েছেন শিল্পী সংঘের নিকেতনের অফিসে এই স্বরণ সভা অনুষ্ঠিতে হবে বলে জানিয়েছেন।
বুধবার দুপুরে বনানী কবরস্থানে তাজিনকে চির বিদায় জানানোর পরে নাসিম উপস্থিত শিল্পীদের তাজিনের স্মরণ সভায় আসার জন্য বিশেষ অনুরোধ করেন।
তিনি বলেন, এখানে যারা উপস্থিত নেই, তাদের আপনারা জানিয়ে দিবেন। আমরা সকলে মিলে তাজিন আহমেদকে স্মরণ করবো শুক্রবার বিকেলে।’
মঙ্গলবার সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। পরে তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবশেষে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
আজকের বাজার/আরআইএস