জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে আজ মঙ্গলবার গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেন, তাজুল ইসলামের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে হারালো।
তাজুল ইসলাম কুড়িগ্রাম-২ আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আজকের বাজার/এমএইচ