জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (১৪ আগস্ট) এক শোকবার্তায় তিনি তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি এ সময় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. তাজুল ইসলাম (৭৩) গতরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি কিডনিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজকের বাজার/এমএইচ