তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি নির্বাচনে ৮৪ শতাংশ ভোট পেয়ে শুক্রবার বিজয়ী হয়েছেন। আলোড়ন সৃষ্টিকারী এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তান্দু লিসু মাত্র ১৩ শতাংশ ভোট পেয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের দেয়া পরিসংখ্যা থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
নির্বাচন কমিশনের চেয়ারমেন সামিস্তোক্লেস কাইজাগ বলেন, ‘কমিশন সিসিএমের (চামা চা মপিনদুজি) জন মাগুফুলিকে বিজয়ী ঘোষণা করছে।