তাঞ্জানিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি

তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে স্কুল বাস দুর্ঘটনায় ৩০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই স্কুলশিশু। এছাড়া এদর মধ্যে দু’জন শিক্ষক ও চালকও রয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কারাতু শহরের কাছের একটি খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরুশার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরেকটি স্কুলে মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময়ে এ দুর্ঘটনা ঘটে।
শিশুদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট জন মাগুফুলি একে একটি ‘জাতীয় ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেন।