রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর সরানো বন্ধসহ তাদের বাঁচাতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন প্রাণী প্রেমীরা।
এর অংশ হিসেবে শুক্রবার কুকুর বাঁচানোর দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মানববন্ধন করেছে ‘অ্যানিম্যাল লাভ বাংলাদেশ’ (এএলবি) ।
কুকুরকে মানুষের বন্ধু হিসেবে বর্ণনা করে তারা শহর থেকে কুকুর অপসারণ বা হত্যা না করার জন্য অনুরোধ করেছে।
এ সময় কুকুর নিধনের বিপক্ষে এবং কুকুরকে রক্ষা করার পক্ষে বিভিন্ন যুক্তি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ধরে থাকতে দেখা গেছে মানবন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ।
‘এ ক্রাই ফর হেল্প’ শিরোনামের প্ল্যাকার্ডে বলা হয়েছে ‘এদেরকে (কুকুর) আবর্জনার মতো ফেলে দেবেন না। তাদের বাঁচতে দিন, তারা মানুষের ক্ষতি করেনি। আমরা তাদের জন্য ক্ষতিকর।’
অপর একটি প্ল্যাকার্ডে কুকুরদের অপসারণ বা হত্যার পরিবর্তে টিকা দেয়ার পরামর্শ দেয়া হয়।