তানজানিয়ায় বিরোধী দলীয় নেতাসহ অনেক গ্রেফতার

তানজানিয়ার প্রধান বিরোধী দল চাদেমার শীর্ষ নেতা টুন্ডু লিসুসহ আরো কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দলটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
খবর এএফপি’র।
চাদেমা দলের যোগাযোগ ও পররাষ্ট্র বিষয়ক পরিচালক জন মরেমা রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এমবেয়া নগরী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সেখানে দলটির আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সোমবার একটি সমাবেশের কথা ছিল। (বাসস ডেস্ক)