তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলির সরকারের অত্যন্ত দমনমূলক আচরণ বিষয়ে হিউম্যান রইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশেনাল দুটি পৃথক রিপোর্ট প্রকাশ করেছে সোমবার।
গত বছর ওই দুই সংগঠন স্বতন্ত্র ভাবে পৃথক গবেষণা চালায়। কিন্তু তারা একই উপসংহারে পৌছায়।
দুটি সংগঠনই বলেছে সরকার অবাধ সাংবাদিকতা এবং বেসরকারি সংগঠনের তৎপরতা দমন করছে।
আজকের বাজার/লুৎফর রহমান