যাত্রাবাড়ি থানার সাবেক এসি তানজিল আহমেদ ও সাবেক পুলিশ কনস্টেবল আকরামকে আগামী সোমবার ২০ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংকালে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ বলেন, ‘আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদনের উপরে আজ শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ জানুয়ারি তারিখে উক্ত দুই আসামীকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে সংঘটিত হয় সবচেয়ে বড় হত্যাকাণ্ড। এতে সরাসরি নির্দেশদাতা ছিলেন তানজিল। ২০ জুলাই ইমাম হোসেন তাঈমকে গুলি করে হত্যা করে তৎকালীন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন, সেখানে তানজিলও উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, অপরদিকে, মো. হৃদয়কে হত্যা করার অভিযোগে গ্রেফতার হয় আকরাম হোসেন। ৫ আগস্ট গাজীপুরে বিকেলে হৃদয়কে দোকান থেকে টেনে বের করে রাস্তায় এনে প্রকাশ্যে পেছন থেকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। ২৩ ডিসেম্বর গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে তার জামিন হলেও পরবর্তীতে এ জামিন নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়। (বাসস)