রাজশাহীর তানোরে বজ্রপাতে কিশোরসহ ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুবইল পূর্বপাড়া ও বাতাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কৃষক আনসার আলী (৩০) এবং সোহাগ আলী (১৬)।
সোহাগ উপজেলার দুবইল পূর্বপাড়া গ্রামের শামসুদ্দিন আলীর ছেলে আর বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে আনসার আলী।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপসহকারী প্রকৌশলী মো. এনামুল হক বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ওই দুই পরিবারকে ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
আজকের বাজার/একেএ