ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি ও সীতাকুন্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া হালকা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সোমবার নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, দিনের বেলায় অপরিবর্তিত থাকলেও, রাতে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
রবিবার সকাল থেকে শুরু হয়ে পরবর্তী ৪৮ ঘন্টা সারাদেশে আবহাওয়া শুকনো থাকতে পারে। রবিবার রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৩৭.৪ এবং তেতুলিয়ায় সর্বনিম্ন ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সূত্র- ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার