তাপমাত্রা কমতে পারে

সোমবার বরিশাল, চিটাগাং, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর, ঢাকা, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, সোমবার দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রোস পেতে পারে। আর সমুদ্র বন্দরগুলোর জন্য কোন রকম সতর্ক সংকেত দেখাতে বলা হয় নি।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজকের বাজার:এলকে/এলকে ৩০ অক্টোবর ২০১৭