ঢাকা উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস আগামীকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করাবেন। একইসঙ্গে নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ অনুষ্ঠিত হবে।
বুধবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
হেলালুদ্দীন আহমেদ জানান, আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ের শাপলা হলে মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। নির্বাচনের পর ৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়।
আজকের বাজার/এমএইচ