টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের কর্তৃত্ব নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে নিহত ইসমাইল মণ্ডল (৬৫) মুন্সিগঞ্জের খলিল মণ্ডলের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত গাজীপুর পুলিশের গোয়েন্দা শাখা–ডিবির পরিদর্শক একেএম কাওসার চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।
দুই পক্ষের মধ্যে সকাল থেকেই চলা উত্তেজনা দুপুরের দিকে সংঘর্ষে রূপ নেয়। এতে দুই শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।
আহতদের অনেককে টঙ্গী শহীদ আহসান উল্যাহ জেনারেল হসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কমর উদ্দিন জানান, এখানে দুই শতাধিক ব্যক্তি আহত অবস্থায় এসেছেন। তাদের মধ্যে মুমূর্ষ অবস্থায় ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাবলিগ–সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের জোড় (সম্মিলন) এবং ১১-১৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত তিন দিনের ইজতেমা করার ঘোষণা দিয়েছেন ভারতের তাবলিগ জামাতের মুরব্বি সাদ কান্ধলভীর অনুসারীরা।
অপরদিকে তাবলিগের হেফাজতপন্থী মাওলানা জোবায়েরের অনুসারীরা ডিসেম্বরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত জোড় এবং আগামী বছরের জানুয়ারির ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত তিন দিন ইজতেমার ঘোষণা দিয়েছেন। দুই পক্ষের বিবদমান বিরোধের জেরে হেফাজতপন্থীরা মাঠ দখল করে সতর্ক পাহার ব্যবস্থা করেছেন।