টঙ্গীর তুরাগ নদীর তীরে গত শনিবার তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগ এনে রবিবার রাতে ২০-২৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক।
প্রসঙ্গত, তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নিয়ে তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। তথ-ইউএনবি
আজকের বাজার/এমএইচ