আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় গতকাল হামলার ঘটনায় উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রার্থিতা বাতিলের আবেদন করেছে বিএনপি।
সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় ইসিতে। বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের প্রচারণার সময় বিভিন্ন স্থানে হামলার বিষয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানান তারা।
এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই; প্রতিদিন হামলার শিকার হচ্ছে বিএনপির প্রার্থীরা। সরকারি দলের প্রার্থীরা আইনের উর্ধ্বে বলে অভিযোগ করেন তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান