চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্যানিটারি ইন্সপেক্টরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ সোমবার চট্টগ্রাম শহরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্যানিটারি ইন্সপেক্টরদের ভূমিকা’শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন‘ইপসা’এ আলোচনা সভার আয়োজন করে। ডা. সেখ ফজলে রাব্বি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ‘ধূমপান হতে বিরত থাকার’ সতর্কতামূলক নোটিশ প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। বিশেষভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্রে সতর্কতামূলক নোটিশ প্রদর্শন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব প্রদান করেন।
চট্টগ্রমের সিভিল সার্জন বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে প্রচারণা অবশ্যই বাড়াতে হবে।‘ইপসা’র প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর সঞ্চালনায় এ সভায় চট্টগ্রামের ১৫টি উপজেলার সকল স্যানিটারী ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
সভায় ইপসা পরিচালিত‘চট্টগ্রাম শহরে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনের অবস্থা’শীর্ষক জরিপের ফলাফল তুলে ধরার পাশাপাশি স্যানিটারী ইন্সপেক্টরদের রির্পোর্টিং ফরমেট নিয়েও আলোচনা করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আথনূর রহমান