করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে চলমান লকডাউনে ভারতের গৌহাটিতে আটকে পড়া বাংলাদেশ ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যসহ ১০ বাংলাদেশি সিলেটের তামাবিল ইমিগ্রেশন হয়ে দেশে ফিরেছেন।
শুক্রবার সন্ধ্যায় তামাবিল ইমিগ্রেশন হয়ে তারা দেশে ফেরেন।
জানা যায়, স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতের গোহাটিতে নিয়ে যান ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। পরে সেখানের একটি মেডিকেলে চিকিৎসারত অবস্থায় তার স্ত্রী মারা যান। সেখানেই তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। লকডাউনের কারণে সেখানে আটকা পড়েন তিনি।
একই সময়ে দেশে ফেরেন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া আরও ৯ বাংলাদেশি। তারা হলেন মতিউর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সৈকত চন্দ্র সিনহা, রঞ্জন শিংলা, সিপেনসন সুইটিং, মনির হোসাইন, মঞ্জিলা বেগম এবং আব্দুর রাজ্জাক।
তামাবিল স্থলবন্দরে দায়িত্বরত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তারা সকলেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এর আগে গত ২ মে ১১ জন ও ২৮ মে ৪ জন এবং ৩ জুন দুই বাংলাদেশি তামাবিল দিয়ে দেশে ফিরেছেন।