বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালকে ফোন করে তার শরীরের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তামিমকে ফোন করেন বলে তার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জানিয়েছেন।
এসময় ফোনে তামিমকে প্রধানমন্ত্রী বলেন, ‘তুমি দেশের সম্পদ এবং দেশের ভাবমূর্তি দিন দিনি উজ্জ্বল করে চলেছ। তোমাকে অবশ্যই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।’
খেলায় হারজিত থাকবেই, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য শেখ হাসিনা তামিমকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে বিদেশে তামিমের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং কোনো দ্বিধা ছাড়াই যেকোনো বিষয় তাকে অবহিত করতে বলেন।
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন তামিম। বাংলাদেশ দলের খারাপ পরিস্থিতির সময়ে তিনি হাতে ব্যান্ডেজ পরে মাঠে নামেন এবং এক হাত দিয়ে একটি বল মোকাবেলা করে মুশফিকুর রহিমকে যোগ্য সঙ্গ দেন। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ