মিরপুরে দেশসেরা ওপেনার তামিম ইকবাল ব্যাট হাতে ঝড় তুলেছেন। এছাড়া টেস্ট অধিনায়ক মুমিনুল হকও খেলেছেন দুর্দান্ত। এ দুইজনের ব্যাটে রান পাহাড় গড়তে যাচ্ছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চলের দুর্দান্ত ব্যাটিং করছেন তামিম ইকবাল। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন তামিম। পিনাক ঘোষের সঙ্গে গড়ে তোলেন ৬২ রানের জুটি। এরপর পিনাক আউট হলে তামিমের সঙ্গে রান উৎসবে যোগ দেন মুমিনুলও।
১২৬ বলে ১৭ চারে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেঞ্চুরি করার পর আরও মারমুখী হয়ে ওঠেন এ ব্যাটসম্যান। ২৪২ বলে হাঁকান ডাবল সেঞ্চুরি। মোট ২৯টি চার হাঁকিয়েছেন তামিম। অপরপ্রান্তে মুমিনুলও সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাদের ব্যাটে শেষ খবর পাওয়া পর্যন্ত ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৩৪৮ রান। তামিম ২০৬ ও মুমিনুল ১০৭ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয় ওয়ালটন মধ্যাঞ্চল।
দ্বিতীয় দফায় পাকিস্তান সফরের আগে তামিম ও মুমিনুলের ফর্ম আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। পাকিস্তান এ দফায় মুমিনুলের নেতৃত্বে একটি টেস্ট খেলবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি শুরু হবে টেস্টটি।
আজকের বাজার/আরিফ