চিটাগংয়ে নিজেদের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময় ব্যক্তিগত ২৯ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। নিজের এমন আউট মানতে না পেরে ড্রেসিং রুমে ব্যাট দিয়ে দরজার কাঠের ফ্রেমে আঘাত হানেন তামিম। কিন্তু দরজার কাঁচ আলাদা থাকায় সেটির আঘাত হানে তামিমের পেটে। যার কারণে চারটি সেলাই দিতে হয়।
বৃহস্পতিবার এমন ঘটনা ঘটে বলে জানা যায়। তবে ক্রিকেটারদের এমন আচরণ নতুন কিছু নয়। নিজের আউট মেনে না নিতে পেরে কেউ স্ট্যাম্পে আঘাত করছেন আবার কেউ ব্যাট ছুড়ে মারছেন। তবে এই ধরনের ঘটনা খুবই কমই ঘটে।
তবে তামিমের ইনজুরি গুরুতর না বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। তার মতে কয়েকদিনের মধ্যেই পুরোদমে সেরে উঠবেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার।
“তার ইনজুরি অতটা গুরুত্বর না। কন্ডিশন ক্যাম্প শেষে সে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। আমার মতে, মনে হয় না বড় কোন সমস্যা হবে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে সে এবং অনুশীলনও শুরু করতে পারবে।”
আজকের বাজার: সালি / ১৩ আগস্ট ২০১৭