ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরির দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ২৩৪ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে ২১টি চার ও ১টি ছক্কায় ১২৮ বলে ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তামিম।
এছাড়া উইকেটরক্ষক লিটন দাস ২৯, সাদমান ইসলাম ২৪, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২২, মোমিনুল হক ১২, মেহেদি হাসান মিরাজ ১০, মোহাম্মদ মিথুন ৮, আবু জায়েদ ২, সৌম্য সরকার ১ ও খালেদ আহমেদ শুন্য রানে আউট হন। শেষ ব্যাটসম্যান এবাদত হোসেন শুন্য রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৪৭ রানে ৫ উইকেট নেন। টিম সাউদি ৩ উইকেট শিকার করেন।
আজকের বাজার/এমএইচ