তামিমের হাফ-সেঞ্চুরির পরও সেশনটা নিজেদের করতে পারলো না বাংলাদেশ

ওপেনার তামিম ইকবালের হাফ-সেঞ্চুরির পরও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে রাখতে পারলো না সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলংকার ৭ উইকেটে ৪৯৩ রানের জবাবে খেলতে দারুন সূচনা পায় বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তামিমের ব্যাটিংএ প্রথম সেশনে দাপট দেখানোর পথেই ছিলো বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির আগে ৮ বলের ব্যবধানে ২ উইকেট হারাতে হয় টাইগারদের। তাই প্রথম সেশনটি নিজেদের করে নিতে পারলো না বাংলাদেশ। ২৭ ওভারে ২ উইকেটে ৯৯ রান করেছে তারা। এখনো ৩৯৪ রানে পিছিয়ে বাংলাদেশ।
তামিম ৯৬ বলে ১১টি চারে ৭০ রানে অপরাজিত আছেন। সাইফ হাসান ২৫ ও নাজমুল হোসেন শান্ত শুন্য রানে আউট হন। শ্রীলংকার দুই স্পিনার রমেশ মেন্ডিস ও অভিষেক ম্যাচ খেলতে নামা প্রভিন জয়াউইকরামা ১টি করে উইকেট নেন।