তামিমের ১৩ হাজার রান

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রান করলেন বাঁ-হাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪১ রান করেন তামিম। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ১৩ হাজার রান পূর্ণ করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে এ টেস্টের আগে তিন ফরম্যাটে তামিমের রান ছিল ১২, ৯৭৩ রান। ১৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ২৭ রান দরকার ছিলো তামিমের। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের চার্লটন টিসুমাকে চার মেরে ৩০ রানে পৌছে দুর্দান্ত এক মাইলফলকে পৌছান তামিম। বাংলাদেশের পক্ষে ৭ থেকে ১৩ হাজার রানে প্রথম পৌঁছান তামিমই। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান