তামিম-আসিফের ব্যাটিং ঝড়ে রাজশাহীর সামনে বড় লক্ষ্য

বঙ্গবন্ধু বিপিএলে ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। এ ম্যাচে ওপেনার তামিম ইকবালের দারুণ এক ইনিংসে ভালো সংগ্রহ পেয়েছে ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। প্রথম পাওয়ার প্লে’তেই দুই উইকেট হারায় ঢাকা। আনামুল হক ও লুইস রিস ফিরে যান যথাক্রমে ১০ ও ৯ রানে।

এরপর মাহেদী হাসানকে নিয়ে ইনিংস এগিয়ে নেন তামিম ইকবাল। ২১ রানের ক্যামিও খেলে মাহেদী ফেরার পরেই ছোটখাটো ধস নামে ঢাকার ইনিংসে। আরিফুল হক ৭ রান করলেও মাশরাফী বিন মোর্ত্তজা ফিরে যান কোনো রান না করেই।

এ অবস্থায় আসিফ আলীকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন তামিম ইকবাল। দুজনে গড়েন অবিচ্ছিন্ন ৯০ রানের জুটি। তামিম ও আসিফ দুজনেই অপরাজিত থাকেন যথাক্রমে ৬৮ ও ৫৫ রানে।

রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়া আন্দ্রে রাসেল, শোয়েব মালিক ও রবি বোপারা একটি করে উইকেট লাভ করেন।

আজকের বাজার/আরিফ